Wednesday, December 09, 2020

কোভিদ ১৯ টিকার উদ্বোধন

আজ, ৮ই ডিসেম্ববর, বাংলাদেশ সময় দুপুর ১২ঃ৩১ মিনিটে মার্গারেট কিনান নামক একজন বয়স্ক ভদ্রমহিলার শরীরে ফাইজারের উদ্ভাবিত টিকাটি ইনজেকশানের মাধ্যমে প্রয়োগ করা হয়।  আগামী সপ্তাহে ৯১ বছরে পা দিতে যাওয়া "নানী" মার্গারেট এটিকে "সেরা, অগ্রীম জন্মদিনের উপহার" হিসেবে অভিহিত করেন। 





উনাকে টিকা দেয়ার মাধ্যমে আগামী কয়েক সপ্তাহ জুড়ে যুক্তরাজ্যে সংঘটিত হতে যাওয়া টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়।  প্রাথমিক ভাবে আট লক্ষ মানুষকে টিকা দেয়ার পরিকল্পনা করা হয়েছে। 


এই মাসের শেষ নাগাদ আরও চল্লিশ লাখ মানুষকে এই টিকাটি দেয়া হবে।  

যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে স্থাপন করা টিকাদান কেন্দ্রের মাধ্যমে আপাতত ৮০ বছরের বেশী বয়সী এবং কিছু স্বাস্থ্যসেবা কর্মীদেরকে কোভিদের টিকা দেয়া হচ্ছে।  

যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা অধিদপ্তরের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে যে "হাজার হাজার মানুষকে টিকা দেয়া হয়েছে" মঙ্গলবারে। 


তা আমাদের দেশকে নিয়ে কবে এধরণের একটা খবর সবার সাথে শেয়ার করতে পারবো?


অপেক্ষায় থাকলাম। 



No comments: