Monday, October 17, 2016

No Romon Given

একটি ছেলে বিন সোলায়মান এর বাসায় কাজ করে। ছেলেটির বয়স কত আর হবে, ৮ কিংবা ১০। অনাথ শিশুটির কোনো নাম ছিল না; এক সদাশয় লাল সালু ভক্ত তাকে মজিদ নামে ডাকা শুরু করে—মানুষটি নেই কিন্তু নামটি রয়ে গিয়েছে।

তাকে সে তেমন টাকা পয়সা দেয় না, পেটে ভাতে রেখেছে। ছেলেটি এম্নিতে খুবই ভদ্র ধরনের, যা বলা হয় তাই করে। তারপরেও বিন সোলায়মান তাকে সুযোগ পেলেই বকে; পেনকেক থেকে সিরাপ খসলে চড় থাপ্পড় ও দিতে ছাড়ে না!

বন্ধু মহলে তার সুনাম আছে ডাকসাইটে দাবাড়ু হিসেবে। অনেকেই তার সাথে বাজী ধরে খেলে টাকা ও অহঙ্কার দুইটাই হারিয়েছে।
এহেন অবস্থায় একদিন বিন সোলায়মান এর শখ হল সে মজিদ কে দাবা খেলা শেখাবে।

প্রথম প্রথম অবধারিত ভাবে সে মজিদ কে গো-হারা হারাতো। হঠাত কোনদিন করো কাছে হেরে গেলে বিন সোলায়মান তার নিস্ফল আস্ফালন প্রকাশ করতো মজিদ কে হারিয়ে।
কিন্তু একদিন ঘটে গেল অবধারিত দুরঘটনা!

মজিদ, বিন সোলায়মান কে “চেক মেট” করে দিল।
লাথি পড়লো প্রথমে দাবার বোরড এ। তারপর মজিদ এর কোমরে।
সেদিন রাতে ১০২ জর নিয়ে ভেগে গেল মজিদ।

২০ বছর পর। বিন সোলায়মান এর পরিচয় হল এক বড়লোক ব্যঙ্কার এর সাথে। উনিও দাবা খেলেন। শুরু হল খেলা।

খেলতে বসে একের পর এক হার।

হঠাত খেয়াল করলো বিন সোলায়মান!
“আরে, তুই না আমার বাসায় কাজ করতি? তোকে না আমি দাবা শিখালাম? যা বেটা তোর সাথে হাত মিলাবো না আজ!”
হাহা করে হাসতে হাসতে বেরিয়ে গেল মজিদ; বিন সোলায়মান কে একটাও “রমণ” না দিয়ে।


Wednesday, October 05, 2016

He Was a Boy, She Was a Girl

During his university years, he took a course on computers and the teacher taught him stuff like powerpoint, excel, word and a little bit of casual programming.

He was a proud guy. Since childhood, he had access to personal computers and was convinced that he knew the ins and outs of the devices that had "Intel Inside", but on the particularly painful occasion called final exam, the world crashed down on him.

It was a practical exam, and all of the people in their twenty's were required to perform certain tasks on a computer and answer questions asked by the self proclaimed computing guru.

He was asked to create an excel file with ten sheets, and had to create some equations where input had to be given in the first sheet and the results would be automatically pasted in the other cells; sequentially. It wasn't too tough, but it was a tedious job. He did it without much trouble.

But the teacher wasn't done with him. He asked to make something happen whereby he could write something on the first sheet but when printing all ten sheets, that same writing will appear on the other sheets automatically.

This, stumped him.

He couldn't do it, and was crestfallen.

The next student to take the test was the prettiest girl in the class. Everyone liked her because she was not only soft spoken, but also very friendly.

The teacher asked him "Do you have a computer at home?". With shining teeth and a beaming smile, she replied "Yes".

"Can you turn it on?"
"Yes".
"Okay, you may go now".

And the rest was history. He ended up with a B, she got an A.