Tuesday, July 07, 2020

Long Live Buffon

ভদ্রলোকের নাম প্রথম শুনি ১৯৯৮ সালের ফিফা ফুটবল বিশ্বকাপের সময়। উনি ছিলেন ইতালী দলের তৃতীয় গোলরক্ষক।

ইতালীর ফুটবল দলে সবসময়ই সুপারস্টার গোলরক্ষকরা জায়গা পেয়ে এসেছেন। ১৯৯০ সালে ওয়াল্টার জেঙ্গার অনবদ্য কিপিং সম্ভবত আমাদের প্রজন্মের প্রথম গোলরক্ষন কারিশমা দেখার অভিজ্ঞতা। অবশ্য সে বিশ্বকাপে আরো বড় হিরো ছিলেন সের্জিও গয়কোচিয়া, কিন্তু সে আরেক গল্প।

২০০০ সাল থেকে ২০১৮, এই দীর্ঘ সময়টি ইতালীর জাতীয় দলের গোলরক্ষণের কঠিন দায়িত্ব পালন করেছেন জিয়ানলুইজি বাফন। কঠিন বলছি, কারণ প্রথাগত ভাবে ইতালী রক্ষণাত্নক, এবং কাউন্টার এটাক নির্ভর দল। সেকারণে তাদের রক্ষণ ভাগের উপর নিরন্তর চাপ থাকে।

আজকে খবরে দেখলাম ভদ্রলোক ইতালীয় সিরি এ তে ৬৪৮তম ম্যাচটি খেলে পাওলো মালদিনির গড়া বহু পুরনো একটি রেকর্ড ভেঙ্গেছেন। এই মৌসুমে এটাই তার প্রথম ম্যাচ, আর এই ম্যাচের মাধ্যমে তিনি ইতিহাসের পাতায় জায়গা করে নিলে সর্বোচ্চ সংখ্যক লিগ ম্যাচ খেলার।

৪২ বছর বয়সে মেশিনের মত খেলে যাচ্ছেন বাফন, আর অবাক হই!

ইতালী ২০১৮ সালের বিশ্বকাপে জায়গা পায়নি। যদি ২০২২ সালে বিশ্বকাপ হয়, আশা করবো আজ্জুরিদের দেখা যাবে, আর কে জানে, হয়তোবা আন্তর্জাতিক অবসর ভেঙ্গে, ৪৪ বছর বয়সী বাফন আবারো ইতালীর গোলরক্ষার দায়িত্ব কাধে নিয়ে নেবেন।

Long live Buffon

No comments: