আমার অভিমতে একজন স্বয়ংসম্পুর্ণ মিউজিশিয়ান বলতে যাকে বোঝায়, মার্ক নফলার হচ্ছেন সেটাই।
উনি কিংবা উনার ব্যান্ড ডায়ার স্ট্রেইটস এর যেকোন গান, ইন্সট্রুমেন্টাল, লিরিক্স নিয়ে বসুন, তাতে ভাল লাগার মত কিছু না কিছু খুজে পাবেনই।
হয়তো একটি ছোট লাইন, কিংবা একটি গিটার সোলো, অথবা দু'দন্ড গায়কী--সবার জন্যই কিছু না কিছু আছে উনার গানগুলোতে।
আল্লাহ উনাকে দীর্ঘজীবি করুন! আবার আমি খেরেস্তান তারওয়ালা বাদ্যযন্ত্র বাজিয়ের দীর্ঘ জীবন কামনা করছি দেখে আমার মুন্ডুপাত করতে আসবেন না যেন 🙄
নফলার এর গান শুনলে মন যেমন ভাল হয়ে যায়, আবার একটা বিষাদের ছায়াও টের পাই। আমার অকাল প্রয়াত পিয়াল মামার খুব প্রিয় শিল্পী ছিলেন নফলার। নফলার শুনলে উনার কথাও মনে পড়ে।
নফলার এর এই গানটি খুব ভাল লাগে। লিরিক্সগুলো সহজ, কিন্তু মজারঃ
I had to steal from peter
To pay what I owed to Paul
I couldn't stay and face the music
So many reasons why
I won't be sending postcards
From Paraguay
No comments:
Post a Comment