Wednesday, July 01, 2020

Intro to Chris Rea




ক্রিস রি (Chris Rea) কে অনেকেই জানে "ওয়ান শট ওয়ান্ডার" হিসেবে। এটি একটি টার্ম যা সাধারণত ব্যবহার করা হয় সেসব ব্যান্ড বা শিল্পীদের ক্ষেত্রে যারা মূলত একটি গানের কারণেই খ্যাতি লাভ করেছেন, এবং পরবর্তীতে আর তেমন কোন হিট গানের জন্ম দেননি।

উদাহরণ হিসেবে বলা যায়ঃ

১। ব্রেকফাস্ট এট টিফানিজ - ডিপ ব্লু সামথিং
২। হু লেট দ্যা ডগস আউট - বাহামেন
৩। গ্যাংনাম স্টাইল - সাই
৪। আই জাস্ট ডাইড ইন ইউর আর্মস - কাটিং ক্রু
৫। ফাইনাল কাউন্টডাউন - ইউরোপ

তবে এই তালিকার অন্তত দু'টি ব্যান্ডের ক্ষেত্রে এই বিশেষণটি একেবারেই খাটে না; তাদের উল্লিখিত গান দু'টি ছাড়াও আরও অসংখ্য হিট এবং ভাল ভাল গান আছে (ইউরোপ এবং কাটিং ক্রু)।

সেরকম, ক্রিস রি এরও অসংখ্য ভাল ভাল গান রয়েছে "রোড টূ হেল পার্ট টু" ছাড়াও। কিন্তু তারপরেও নব্বুই ভাগ মানুষই তাকে চেনেন ট্রাফিক জ্যাম সংক্রান্ত হতাশা থেকে লেখা এই গানটির কারণেই।

আমি ক্রিস রি এর একজন বড় ফ্যান। মার্ক নফলার কে নিয়ে লেখার পরেই মনে হয়েছিল যে ক্রিস কে নিয়ে দু'কলম লেখা উচিত। এই দু'জনের গান আর গিটার বাদনের স্টাইলে কোথায় জানি মিল খুজে পাই।

যে লিংকটি দিলাম, সেটা তার খুব সুপরিচিত কোন গান নয়, এবং ভিডিওটিও অফিশিয়াল নয়।

কিন্তু একটা মানুষের ক্রিসমাসের ছুটিতে তুষারপাতের মধ্য দিয়ে গাড়ী চালিয়ে বাড়ী ফিরছে; এই ব্যাপারটার মধ্যে একটি আনন্দময় বিষাদ রয়েছে, যা আমার ভাল লাগে। কিছুটা আমাদের দেশের মানুষের ঈদের ছুটিতে বাড়িতে ফেরার মত ব্যাপার।


No comments: