Thursday, July 02, 2020

জোসেফিন

আমার জানালায় বৃষ্টি ঝরছে
কিন্তু আমি শুধু তোমাকেই ভাবছি
বালিশে ভেজা অশ্রুকণা
কিন্তু আমি নিজেকে ফিরে পাবই
জোসেফিন, আমার সব ভালবাসা তোমায় দিলাম
আর আমার প্রতিটি পদক্ষেপ
তোমার জন্যেই 
জোসেফিন

রাডারে ঝড়ের অশনী সংকেত 
তাও উড়ে যেতে পারি 
তোমাকে ভেবেই 
আমার আকাশে বেদনার ব্লুজ সংগীত 
জোসেফিন  

এ জীবনের কোন মানে নেই
আমি চলে যাচ্ছিলাম
শীতলতম শীতকালে 
যখন রাত, দিন হয়ে যায়
জোসেফিন, আমার সব ভালবাসা তোমায় দিলাম
আর আমার প্রতিটি পদক্ষেপ
তোমার জন্যেই 
জোসেফিন

(ক্রিস রিয়া'র "জোসেফিন" গানের লিরিক্স অবলম্বনে) 

No comments: