ফেসবুকের বেশ কিছু লেখালেখির গ্রুপে আছি সদস্য হিসেবে। সেরকম একটি গ্রুপে একদিন দেখলাম এক ভদ্রলোক ইংরেজী লেখা চেয়েছেন, একুশে বইমেলায় প্রকাশিতব্য একটি বই এর জন্য। এই অভিনব আহ্বানে আগ্রহী হয়ে পুরো পোস্টটি পড়ে ফেললাম খুব দ্রুত। উনার চাহিদা হচ্ছে "১০০ শব্দের ইংরেজী গল্প"। তিনটি গল্প পাঠানো যাবে, এবং তার মধ্যে থেকে যেকোন একটি প্রকাশিত হতে পারে।
লিখতে বসলাম ১০০ শব্দের গল্প। খুবই চ্যালেঞ্জিং মনে হলো। কিন্তু কিভাবে কিভাবে জানি তিনটি গল্প লিখেও ফেললাম। শেষাবধি এই গল্পটি প্রকাশিত হলো "Ten Square" নামক বইটিতে ২০১৯ সালের একুশে বইমেলায়।
আজ শেয়ার করলাম লেখাটি।
পড়ে ভাল লাগলে আমারটা সহ আরো অনেকের লেখা ১০০ শব্দের গল্পের সংকলনটি সংগ্রহ করতে পারেন এই পেজ থেকেঃ
No comments:
Post a Comment