উট, চিত্রকর, কবি এবং সমালোচকের গল্প
একজন চিত্রকর, একজন কবি আর একজন সমালোচক একত্রে মরুভূমির মধ্য দিয়ে যাত্রা করছিলেন।
এক রাতে, কিছু সময় পার করার জন্য, তারা ঠিক করলো তাদের সাথে যেই উটটি রয়েছে, সেটিকে বর্ণনা করবেন।
কবির দশ মিনিট লাগলো সুন্দর কিছু পংক্তির মাধ্যমে উটের মাহাত্ন্যকে ফুটিয়ে তুলতে।
চিত্রকর তার ক্যানভাসে ঝড় তুলে বন্ধুদের জন্য একটি ছবি আঁকলেন।
সবার শেষে সমালোচক তাবুর ভেতরে প্রবেশ করলেন।
তিনি দীর্ঘ দুই ঘন্টা পর বের হয়ে আসলেন। তার দেরী দেখে দুই বন্ধু খুবই বিরক্ত হয়ে গিয়েছে ইতিমধ্যে।
"কাজটি তাড়াতাড়িই করতে চেয়েছিলাম, কিন্তু আমি প্রাণীটির মাঝে কিছু খুঁত খুঁজে পেয়েছি", বললেন সমালোচক।
"সে দৌড়াতে পারে না। সে আরামদায়ক নয়, এবং সে দেখতে কুৎসিত"।
এরপর সমালোচক তার বন্ধুদের হাতে এক বান্ডিল কাগজ ধরিয়ে দিল, যার শিরোনাম ছিলঃ
"নিখুঁত উট, কিংবা কিভাবে সৃষ্টিকর্তার উচিত ছিল উটকে বানানো"।
(আরব ঐতিহ্যগত কথ্য গল্প)
মূল গল্পঃ পাউলো কোয়েলহো
অনুবাদঃ ইশতিয়াক খান
মাঝে মাঝে পাউলো তার ব্লগে "২০ সেকেন্ডের পঠন" শিরোনামে ছোট, ছোট কিছু উপদেশমূলক লেখা দিয়ে থাকেন। এই লেখাগুলোর বৈশিষ্টই হচ্ছে যে এর মাঝে জীবনের খুবই গুরুত্বপূর্ণ কোন একটি শিক্ষা থাকে। কিন্তু মজার ব্যাপার হল, খুব কম সময়ই লেখক পাদটিকার মাধ্যমে সেই উপদেশবাণীটিকে আলাদা করে চিহ্নিত করে দেন। একই স্টাইলে এই লেখাটি উনি লিখেছেন।
আমি যা বুঝেছি যে "সমালোচনার খাতিরে সমালোচনা করা উচিত নয়", কিন্তু তার মানে এই না যে এই গল্প থেকে এইটুকুই শিক্ষণীয়।
পাউলো কোয়েলহো একজন প্রখ্যাত ব্রাজিলীয় গীতিকার এবং ঔপন্যাসিক। তিনি তার লেখাগুলো পর্তুগীজ ভাষায় লেখেন, এবং তা অসংখ্য ভাষায় অনূদিত হয় প্রতিদিন।
No comments:
Post a Comment