"ময়লা কাপড়"
মূল লেখাঃ পাউলো কোয়েলহো (সেপ্টেম্বর ২৫, ২০১৯)
অনুবাদঃ ইশতিয়াক খান
পাড়ায় এক তরুণ দম্পতি এসেছে।
পরেরদিন সকালে, নাস্তা খেতে খেতে অল্পবয়সী মহিলাটি তার নতুন প্রতিবেশী কে বাইরে ভেজা কাপড় শুকাতে দিতে দেখলো।
"এই কাপড়গুলো খুব একটা পরিষ্কার নয়; সে সঠিক ভাবে কাপড় ধুতে শেখেনি। হয়তোবা তার প্রয়োজন আরও উন্নত মানের কাপড় কাঁচার সাবান"।
তার স্বামী তাকিয়ে রইলেন তার দিকে, কিন্তু কিছু বললেন না।
এরপর থেকে যখনই সেই প্রতিবেশী তার ভেজা কাপড়গুলো বাইরে শুকাতে দিতো, তখনই কমবয়সী মহিলাটি একই মন্তব্য করতো।
এক মাস পরে, একদিন মহিলাটি অবাক হয়ে লক্ষ্য করলো যে কাপড় শুকানোর দড়িতে সুন্দর ও ধবধবে পরিষ্কার কাপড়, সারি সারি করে রাখা।
সে তার স্বামীকে বল্লো "দেখো, সে অবশেষে ঠিকমত কাপড় ধুতে শিখেছে। ভাবছি কে তাকে এটা শেখালো?"
স্বামী উত্তর দিল, "আমি আজ সকালে আগে উঠেছি এবং আমাদের জানালোগুলোকে পরিষ্কার করেছি"।
মানুষের জীবনও এরকমই...বাইরে থেকে আমরা যা দেখি তা নির্ভর করে আমরা যে জানালা দিয়ে তাকাচ্ছি, তার স্বচ্ছতার উপর।
সুতরাং কখনোই অন্য কারো ব্যাপারে দ্রুত কোন সিদ্ধান্তে উপনিত হওয়া উচিত না, বিশেষ করে যদি আপনার জীবন দর্শন রাগ, ঈর্ষা, নিরাশামূলক চিন্তা এবং অপূর্ণ অভিলাষ দ্বারা আচ্ছন্ন হয়ে থাকে।
"একজন মানুষকে আপনি কিভাবে বিচার করছেন, তার উপর তেমন কিছু নির্ভর করে না। এতে সেই মানুষটিকে সংজ্ঞায়িত করা হয় না, বড়ং আপনি নিজেই নিজের সংজ্ঞা প্রদান করেন।"
শুভ সন্ধ্যা।
No comments:
Post a Comment