ভবিষ্যত প্রজন্মের সাথে প্রতারণা করার অভিযোগ এনে সুইডিশ পরিবেশবাদী কর্মী গ্রেটা থানবার্গ বিশ্ব নেতাদের এক হাত নিয়েছিলেন গত ২৩শে সেপ্টেম্বরে। তার মতে, বিশ্ব নেতারা জলবায়ু পরিবর্তন ঠেকানোর জন্য যথেষ্ঠ উপযোগী কোন পদক্ষেপ নিচ্ছেন না।
"আপনারা আমার শৈশব কে চুরি করেছেন, এবং স্বপ্নগুলোকে ধূলিসাৎ করেছেন ফাঁকা বুলি আউড়ে।" – নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের ক্লাইমেট একশান শীর্ষ সম্মেলনে বক্তৃতা প্রদান কালে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন “আপনারা ব্যর্থতায় পর্যবসিত হচ্ছেন, আর তরুণরা আপনাদের এই বিশ্বাসঘাতকতার ব্যাপারে টের পেয়ে গিয়েছে। ভবিষ্যত প্রজন্মের সকল সদস্যদের দৃষ্টি এখন আপনাদের উপর, এবং আপনারা যদি এই ভুল পথে চলতে থাকেন, তাহলে আমরা কখনোই আপনাদেরকে ক্ষমা করবো না।“। এই শীর্ষ সম্মেলনে অংশ নেয়ার জন্য থানবার্গ পালতোলা নৌকায় করে উত্তর আমেরিকার পথে যাত্রা করেছিলেন গত মাসে।
ইউটিউবে থানবার্গের আত্মবিশ্বাসী এবং শক্তিশালী বকৃতাটি দেখে/শুনে খুবই চিন্তিত হয়েছি। আসলেও, আমরা ভবিষ্যত প্রজন্মদের জন্য কি রেখে যাচ্ছি?
No comments:
Post a Comment