Thursday, October 22, 2020

নস্টালজিয়া ১ঃ রিকশার পেছনের হারিকেন




আশির দশকে প্রতিটি রিকশার পেছনের দিকে একটা করে হারিকেন ঝুলানো থাকতো। হ্যারিকেন ঝড়ের কথা বলছি না। আমি আলোর উৎস হারিকেনের কথা বলছি।

তখনো ঢাকার রাস্তায় রাস্তায় নিয়ন আলোয় উদ্ভাসিত স্ট্রিট ল্যাম্পের প্রচলন ঘটেনি সেভাবে। বেশিরভাগ জায়গায় ছিল পুরনো, সাদা আলোর ল্যাম্প, আর সেগুলোও বিদ্যুৎ বিভ্রাটের কল্যাণে প্রায়শই বিকল থাকতো।
সে কারণে সন্ধ্যার পরে ঢাকার রাস্তায় রাস্তায় একটি ভুতুড়ে আলো আধারী পরিবেশ দেখা যেত। সেই বাংলা চাইনিজ রেস্টুরেন্ট আবহের মাঝে আলোর দিশারী হিসেবে হারিকেনযুক্ত রিকশা দেখা যেত অনেক দূর থেকে।
হঠাত দেখলে মনে হোত হাওয়ায় ভেসে ভেসে হারিকেন আসছে, কারণ সেই নিভু নিভু আলোতে রিকশাটাও ভাল করে দেখা যেত না।
অনেক খুজেও গুগলে ভাল কোন হারিকেন রিকশার ছবি পেলাম না।

No comments: