Wednesday, November 11, 2020

তুমি না থাকলে





"তুমি না থাকলে"

তুমি না থাকলে,
হে প্রিয়, আমি তো দরজাই খুঁজে পেতাম না।
দেখতেই পেতাম না যে দরজা আছে একখানা!
আমি বেদনায় নীল হতাম,
যদি তুমি না থাকতে ।


তুমি না থাকলে,
হে প্রিয়, আমি সারা রাত জেগে থাকতাম।
সকালের আলোর জন্য থাকতো অপেক্ষা;
আর জ্বলজ্বলে সুর্যোদয় দেখার জন্য তৃষ্ণা।
তবে তা নতুন হোত না,
যদি না তুমি থাকতে।


তুমি না থাকলে,
আকাশ পড়তো ভেঙ্গে,
আর সাথে নামতো বিধ্বংসী বৃষ্টি।
তোমার ভালবাসা ছাড়া আমার অস্তিত্বই থাকতো না;
হারিয়ে যেতাম একেবারেই ।
এবং তুমি জানো এটা সত্য


যদি তুমি না থাকতে,
তবে শীতের পরে বসন্তের আগমন হোত না।
কোকিলের ডাকও শোনা হোত না;
বোধগম্য হোত না কিছুই।
কোন ভাবেই সত্যের দেখা পেতাম না,
যদি না তুমি থাকতে।

[বব ডিলানের "If Not For You" গানের লিরিক্স অবলম্বনে

গানের লিংক্ঃ
https://youtu.be/yyouhbgAiCA
মূল লিরিক্সঃ https://www.azlyrics.com/lyrics/bobdylan/ifnotforyou.html
ছবিঃ গুগল ]

#ishtiaq_radical

No comments: