গত কয়েকদিন ধরে ফেসবুকে একটা আবেগী ছবি ও খবর ঘুরাফিরা করতেসে। ছবির বিষয়বস্তু হল বিশ্বখ্যাত কার্টুন ক্যারেক্টার "পপাই" ও "টম এন্ড জেরির" ক্রিয়েটর Gene Deitch এর ৯৫ বছর বয়সে মৃত্যু।
খবরটা পড়ে মনটা খারাপ হয়ে গেল। ভাবলাম আমিও কিছু লিখি। কিন্তু অভ্যাসবশত, লেখার আগে একটু রিসার্চ করতে বসলাম। খটকা লাগছিল মনে, কারন আমার জানা মতে টম এন্ড জেরির ক্রিয়েটর Hannah Barbara খ্যাত উইলিয়াম হ্যান্না ও জো বারবারা।
প্রথমেই গেলাম টম এন্ড জেরির অফিশিয়াল ফেসবুক পেইজে। সেখানে জিন ডাইক কে নিয়ে কোন শোকবার্তা চোখে পড়লো না। এরপর গেলাম ভদ্রলোকের উইকিপিডিয়া প্রোফাইলে, যার প্রথমেই লেখাঃ
"Eugene Merril Deitch (August 8, 1924 – April 16, 2020) was an American-Czech illustrator, animator, comics artist, and film director. Based in Prague since 1959, Deitch was known for creating animated cartoons such as Munro, Tom Terrific, and Nudnik, as well as his work on the Popeye and Tom and Jerry series."
আরেকটু পড়ে বুঝতে পারলাম যে উনি টম এন্ড জেরী সিরিজের ১৩টি পর্ব সম্পাদনা করেছিলেন, কিন্তু তার মনোভাব ছিল এরকম যে এই কার্টুনগুলো অকারণ হিংস্রতায় ভরপুর। অনুরুপভাবে, পপাই কার্টুনের কয়েকটি পর্বেও উনি কাজ করেছেন, এবং ডিরেক্টর হিসেবেই।
কার্টুন কিংবা কমিক্স এর ক্ষেত্রে শুধুমাত্র আর্টিস্টকেই "ক্রিয়েটর" এর মর্যাদা দেয়া হয়ে থাকে, যেমন স্পাইডারম্যান, ক্যাপ্টেন আমেরিকা সহ বেশ কিছু জনপ্রিয় মারভেল ক্যারেক্টারের স্রষ্টা স্ট্যান লি।
জন ডাইক অবশ্যই একজন বিশ্বমানের এনিমেটর ছিলেন; উনার নিজের বানানো বেশ কিছু জনপ্রিয় চরিত্র রয়েছে, যেমন মুনরো, টম টেরিফিক (টম এন্ড জেরীর সাথে কোন সম্পর্কহীন) এবং নাডনিক। কিন্তু তিনি টম এন্ড জেরি কিংবা পপাই এর স্রষ্টা নন।
১৯২৯ সালে Elzie Crisler Segar নামক আরেকজন মার্কিন কার্টুনিস্ট পপাই দ্যা সেইলর ম্যান চরিত্রটি তৈরি করেন।
আমার এত কথা বলার উদ্দেশ্য Gene Deitch এর অবদান কে ছোট করা নয়। আমার মূল বক্তব্য হচ্ছে আমাদের "ভেরিফাই না করে" শেয়ার করার কুঅভ্যাস নিয়ে দু'টি কথা বলা। এই অভ্যাস করোনা ভাইরাস থেকে শুরু করে জনৈক ধর্মীয় নেতার চেহারা চাদের পৃষ্টে দেখা যাওয়া পর্যন্ত বিস্তৃত হয়েছে, এবং এই প্রবণতা যে কত আত্মঘাতি, সেটা আমরা অসংখ্যবার অবলোকন করেছি।
সারাদিন ইনবক্সে "বেশী বেশী শেয়ার করুন", "না দেখলে পস্তাইবেন" আর নিউজফিডে গাঁজাখুরি, বানোয়াট ভিডিও আর খবরের লিংক দেখতে দেখতে আমি অতিষ্ঠ।
এর চেয়ে বড়ং ইউটিউবে টম এন্ড জেরি দেখতে যাওয়া শ্রেয়।
সবাই ভাল থাকুন, ঘরে থাকুন।
Rest in peace, John Deitch.
#ishtiaq_radical
No comments:
Post a Comment