আমিও একবার গেলাম; বিয়ের দাওয়াত খেতে। খিলগাঁও টু শান্তিনগর ডাইরেক্ট সার্ভিস। ধুন্ধুমার প্রাকৃতিক দুর্যোগ থাকা স্বত্ত্বেও সেই বিয়ে কিন্তু মুলতবি হয়নি। আমরাও মজা পেয়েছিলাম কাচ্চি বিরিয়ানী খেয়ে; কারণ আলু ও আলুবোখারার চাটনি, কোনটারই অভাব ছিল না। খাসীগুলোও ছিল সরেস ।
পুরনো কাসুন্দি ঘাটার মূল কারণ হচ্ছে, যেকোন দুর্যোগ মোকাবেলা করার জন্য একেক জন মানুষ একেক ধরণের কৌশল অবলম্বন করে। কেউ বিয়ে করে, কেউ বাসায় বসে খাওয়া দাওয়া করে, আর কেউ বা জনসেবা করতে রাস্তায় নেমে যায়। কিন্তু কারও জীবনই আগের মত থাকে না। আর করোনা ভাইরাসের কারণে আমাদের জীবনযাত্রায় যে পরিবর্তন এসেছে, তা নজিরবিহীন। কারণ আমাদের জীবদ্দশায়, এর চেয়ে বৃহত্তর কোন সংকট আমরা দেখিনি। হয়তো আমাদের বাবা দাদারা দেখেছিলেন, স্বাধীনতা সংগ্রামের সময়টা।
স্মরণাতীতকালে আমাকে বা আমার চারপাশের মানুষদের এতদিন গৃহে অন্তরীণ থাকা লাগেনি। যখন একটি মানুষ ১০-১৫ বছর ধরে দৈনিক সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অফিস করে, তখন সে কামনা করে তার যেন অখন্ড অবসর আসে, বাসা থেকে বের না হয়েও যেন মাস শেষে একাউন্টে টাকা গুলো জমা হয়।
কিন্তু সত্য সত্য যখন অনুরুপ একটি অবস্থা চলে আসে, তখন সেটা বিষময় হয়ে যায় খুব শীঘ্রই। আর কাজ তো কখনো থেমে থাকে না, হোম অফিস বা ফোন অফিস, যেটাই হোক, সেটা চলতেই থাকে। আর যারা সারা বছর বাসায় থাকেন, তারাও একজন অনাহুত অতিথির নিরন্তর অস্থিরতার সাথে মানিয়ে নিতে চ্যালেঞ্জের শিকার হন।
সব মিলিয়ে, এই পরিবর্তিত অবস্থার সাথে মানিয়ে নেয়ার জন্য যে যাই করুক, আরেকজনের মানুষের কোন অধিকার নেই সেটা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করার। যার যার সংগ্রাম তার নিজের কাছে। যে মানুষটা প্রতিদিন ভাল ভাল খাবারের ছবি দিচ্ছে, সে হয়তো আড়ালে গরীব দুঃখীদের জন্য অনেক টাকাও দান করছে।
সুতরাং "বাসায় বসে খাওয়া দাওয়া না করে গরীবদের সাহায্য করলেই পারে" টাইপ কথাবার্তা বলা থেকে সবার বিরত থাকা উচিৎ।
করোনা ভাইরাসের হাত থেকে বাচার জন্য মানুষকে বাসায় থাকতে বলা হয়েছে। এর মানে এই না যে বাসায় বসে ভয়ে কুঁকড়ে থেকে সারাক্ষন সৃষ্টিকর্তাকে ডাকতে হবে। আরেকদল মানুষ বলেন "সারাদিন ফেসবুকে ছবি না দিয়ে দোয়া দুরুদ পড়লেও তো পারে"। তারা এটা ভাবে না যে ফেসবুকে এক্টিভ থাকার সাথে ধর্ম কর্মের সরাসরি কোন যোগসূত্র নেই।
অবশ্যই এটা আপনি বলতে পারেন যে, ছবি তোলা আর পোস্ট করারই তো অনুমোদন নেই ধর্মে। কিন্তু আপনি আমি কি অত কঠোরভাবে ধর্ম পালন করি? এ ধরণের প্রশ্ন তুল্লে অনেক কিছুই জীবন থেকে বাদ দিতে হবে আপনার; সেগুলো তো বাদ দিচ্ছেন না? এমন কি প্রতিবাদের এই ফ্রি প্ল্যাটফর্ম, ফেসবুক ব্যবহার করাও বাদ দিতে হবে, কেননা এটি বানিয়েছেন জনৈক ইহুদি নাসারা!
বর্তমানে ফেসবুক আমাদের অনেকের জন্যেই একটি নিত্য ব্যবহার্য পণ্যে পরিণত হয়েছে। অনেকের কাছে এটি আলো বাতাস অক্সিজেনের মতই গুরুত্বপূর্ণ।
এই মুহুর্তে ফেসবুকে নেগেটিভ সংবাদের সংখ্যা অনেক বেশী। সারা বিশ্বে প্রায় ত্রিশ হাজারেরও অধিক জীবন কেড়ে নিয়েছে এই প্রাণহন্তারক ভাইরাস; আর অসুস্থ মানুষের সংখ্যা বেড়ে চলেছে জ্যামিতিক হারে।
আমি বলছি না যে এই দূর্যোগের প্রকৃত পরিস্থিতি সম্পর্কে আমাদের অবগত থাকার দরকার নেই, কিন্তু সারাক্ষণ এ ধরণের নেগেটিভিটি দেখে অনেকেই মানসিক চাপের শিকার হচ্ছেন। আমি আমার চারপাশের অত্যন্ত পজিটিভ মানুষদেরকেও দেখছি মুষড়ে পড়তে, আর যারা একটু দূর্বল চিত্তের, তাদের কথা তো বাদই দিলাম। তাদের অনেকেই "প্যানিক" করছেন।
এসব চাপ থেকে বেরিয়ে আসার জন্য অনেকে গান, নাচ, খাবার দাবার, খেলাধুলা, রান্নাবান্না ইত্যাদি বিভিন্ন পারিবারিক ও ব্যক্তিগত কাজের বর্ণনা সম্বলিত পোস্ট করছেন। এগুলো দেখে কিছু মানুষ খুব বিরুপ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন, যা একেবারেই অনভিপ্রেত। আমার মতে করোনা ভাইরাসের মত শত্রুর সাথে জয়ী হবার জন্য পজিটিভ মাইন্ডসেট রাখা খুবই জরুরী। আপনি যদি বিশ্বাসই না করেন যে এই সমস্যা থেকে উত্তরণের কোন সম্ভাবনা নেই, তাহলে সমস্যা দূর হবে কেন?
জীবন চলুক। পজিটিভ থাকুক সবার জীবন, আর ফেসবুক ওয়াল।
No comments:
Post a Comment