Friday, May 17, 2019

তোমার বন্ধু রাশেদ পর্ব ১

[অনেক দিন পর লিখলাম]


অনেকক্ষণ ধরে ট্রাফিক জ্যামে আটকা রাশেদ। অফিস থেকে বের হবার সময় এই ভয়টাই পেয়েছিল। ঠিক ৩ঃ৩০ এ বের হতে পারলে এই ঝামেলাটা সহজেই এড়ানো যায়। কিন্তু কোন মতে ঘড়ির কাটা ৪ঃ৩০ পেরুলেই সব হিসাব পালটে যায়। পাঠাও কিংবা উবার, রিকশা কিংবা প্রাইভেট কার--কোনটাতে চড়েই জ্যাম এর হাত থেকে বাচা যায় না।

সেদিন ছিল মঙ্গলবার। নাম ছাড়া এই দিনের মধ্যে মঙ্গলের কিছুই খুঁজে পায় না রাশেদ। সপ্তাহের ঠিক মধ্যখানে এই বেরসিক দিনের বসবাস। এদিন সাপ্তাহিক সেলস টার্গেট এর ৬০% ও কেন পূরণ হয় নি সে চিন্তায় বসের মাথা থাকে গরম, যার মানে হচ্ছে সকাল ৭টা থেকেই ফোনের পর ফোন আর বাজখাই কন্ঠের হাঁকডাক সহ্য করতে করতে অফিসে যেতে হয়।

শুধু বসের সকালের কলগুলো ধরার জন্যেই একটি ব্লুটুথ হেডপিস কিনেছিল রাশেদ। প্রতিদিন তাকে অনেক আগে বাসা থেকে বের হতে হয়; বেচারাম দেউড়ি থেকে সাইকেল চালিয়ে গুলশানে এসে অফিস করা চাট্টিখানি কথা নয়!

আজকে বৃষ্টি বৃষ্টি ভাব দেখে সকালে সাইকেল নিয়ে বের হয়নি রাশেদ। পাঠাও দিয়ে এসেছে। এখন ফেরার সময়ে অনেক্ষন খুঁজে পাঠাও না পেয়ে উবার মোটোর শরণাপন্ন হতে হয়েছে ওকে। এই রোজায় একদিনও বাসায় ইফতার করা হয়নি। আজকে কি মনে করে জানি বস সাড়ে তিনটার দিকে সবাইকে ডেকে বললেন "যাদের কাজ শেষ, তারা সবাই বাসায় চলে যাও"। বলে নিজের রুমের দিকে যেতে যেতে নিচু, কিন্তু পরিষ্কার কন্ঠে রাশেদ কে বললেন "সেলস ফোরকাস্ট টা নিয়ে রুমে আসো"।

এরপরের এক ঘন্টা কেটে গেল শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে টিস্যু দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে আর ল্যাপটপে নোট নিতে নিতে। আবারও বসের মাথায় সেই হকারের পোকা এসেছে! উনি চান লেভিওসা প্লাস ক্যাপসুলটি সংবাদপত্র স্ট্যান্ড আর হকার মারফত ঘরে ঘরে বিক্রী করতে। দু'বছর আগে উদ্ভাবিত এই ঔষধটিই এখনো রেইফেল ফার্মা কে এখনো টিকিয়ে রেখেছে বাজারে। এ এমন ওষূধ যা ড্রাগস না হয়েও মানুষকে আকাশে উড়ে যাওয়ার অনুভূতি দিতে পারে। মার্কেটিং টিম বলেছিল বিজ্ঞাপনে "লেভিওসা প্লাস--আপ্নাকে দেয় উড়ে যাওয়ার জন্য পাখা", এই ট্যাগ লাইনটি ব্যবহার করতে।

কিন্তু তারা ভুলে গিয়েছিল যে এই একই বাণী সহকারে বিক্রয় করতে গিয়ে গত দশকে একটি স্বনামধন্য এনার্জি ড্রিংক নির্মাতা প্রতিষ্ঠান ছয় মাসের মধ্যে কপর্দকহীন হয়ে গিয়েছিল। তড়িঘড়ি করে অন্য প্ল্যানে এগুলো মার্কেটিং টিম, খুঁজে পেল হরিপদ দা কে, আর বাকিটা ইতিহাস।

সেই থেকে রাশেদ খালি এই জিনিসই বিক্রী করে যাচ্ছে; দেশে, বিদেশে। ওর ধারণা সে বেশ কর্মঠ। মানুষ হিসেবেও তার জুড়ি মেলা ভার। সে সবার সাথে হাসি মুখে কথা বলে, এবং সাধ্যমত গরীব দূঃখী দের সাহায্য করার চেষ্টা করে।

প্রায়ই সে সেলস টার্গেট এর চেয়ে বেশি বিক্রী করে, কিন্তু খুশি না হয়ে তার সহকর্মীরা তার উপর বিরক্ত হয়। আড়ালে তাকে অনেকেই কলুর বলদ বলে ডাকে, এ কথাটা সে জেনেও না জানার ভান করে। রাশেদ ইদানিং খেয়াল করছে যে সে স্মোকিং রুমে ঢুকলেই সবার কথা বন্ধ হয়ে যায়। অনেকেই তড়িঘড়ি করে বেরিয়ে যায়, আর যারা অর্ধসমাপ্ত ধুম্রশলাকার মায়া ত্যাগ করতে পারে না, তারা চরম অস্বস্তি সহকারে তাকে যথা সম্ভব অবজ্ঞা করে দ্রুত, এবং লম্বা লম্বা টান দিতে থাকে তাদের বেনসন লাইটস আর ডানহিল সুইচ এ। এইতো সেদিনও লাইটার নিতে ভুলে গিয়েছিল রাশেদ। তখন সহকর্মী কামাল এর কাছে আগুন চাইতে সে যেন শুনলোই না তার কথা। দুই তিন বার ডেকে ব্যর্থ হয়ে অগত্যা সে আবার ডেস্কে ফিরে লাইটার নিয়ে এসেছিল।

অথচ এই কামালকে সেই এখানে চাকুরীটা দিয়েছে বলা যায়। ইন্টার্ভিউ বোর্ডের সিংহভাগ মানুষ কামাল কে নেয়ার পক্ষে ছিল না। তাদের যুক্তি, কামাল অত্যধিক নিরীহ; সেলস এর জব এর জন্য সে প্রস্তুত নয়। কিন্তু রাশেদ এর জোরাজুরিতে সবাই শেষ পর্যন্ত রাজি হ ইয়কামালকে সুযোগ দিতে।

বছর দুয়েকের মধ্যেই সবার ধারণা কে ভুল প্রমাণ করে কামাল এতটাই উন্নতি করে যে তাকে রাশেদ এর ডিপার্টমেন্ট থেকে ট্রান্সফার করে তাকে আলাদা ডিপার্টমেন্ট এ বস হিসেবে নিয়োগ দেয় কোম্পানী।

হ্যা, কামাল আমার বন্ধুই ছিল, ভাবলো রাশেদ। দুই জনের বয়সের পার্থক্য মাত্র দুই বছরের। শুরুতে গুরু শিষ্যের সম্পর্ক থাকলেও আস্তে আস্তে তা মোড় নেয় বন্ধুত্বের দিকে। এরপর এক সময় শিষ্য, গুরুকে ছাড়িয়ে যায়। বাড়তে থাকে দূরত্ব। আগে সারাদিন যার সাথে কথা ও আড্ডা হোত, আজকাল মাসেও একবার তার সাথে কথা হয় কি না সন্দেহ। একটা লম্বা দীর্ঘঃশাস ফেলে নিজের ডেস্ক থেকে ব্যাগ নিয়ে অফিস থেকে বের হলো রাশেদ। একবারও খেয়াল করলো না যে কামাল তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে।



জান, আজকে অফিস কেমন গেলো?
বেবি, অফিস ভালোই গিয়েছে। কিন্তু মনটা খারাপ।
কেন?
রাশেদ, জাস্ট রাশেদ।
তোমার বন্ধু রাশেদ?
হ্যা।
কেন, তার কি হয়েছে?
আর বলো না। এত ব্রিলিয়ান্ট একটা মানুষ। দেখতে দেখতে ধ্বংস হয়ে গেলো, চোখের সামনে। আজকাল ভাবতেও অবাক লাগে যে আমার আজকের এই সাফল্যের পেছনে এই মানুষটার এত অবদান।

মানে কি?
সে একটা র্যান্ডম!
কিরকম?
কিছু মনে রাখতে পারে না। বাসায় চকচকে নিশান গাড়ী রেখে সাইকেল নিয়ে অফিসে চলে আসে। কোন কোন দিন বৃষ্টির মধ্যেও পাঠাও তে চড়ে, কাক ভেজা হয়ে আসে। কাপড় চোপড়েরও কোন ঠিক থাকে না। সেদিন অফিসের পিয়নদের মত সেজে চলে এসেছে! আবার আরেকদিন স্পঞ্জের স্যান্ডেল পড়ে চলে আসলো।

তার মানে কি রাশেদ ভাই পাগল হয়ে গিয়েছে?
ঠিক তা না! উনার অবস্থা সিড ব্যারেট এর মত। মাথা পুরো এলোমেলো, কিন্তু যখন হঠাত করে একটা কাজ পছন্দ হয়ে যায়, সেটা কিভাবে কিভাবে জানি করে ফেলে। আর সেই কাজের ফল উপভোগ করি আমরা, বাকিরা। সারা বছর যতই ঝামেলা করুক না কেন, ওই এক মূহুর্তের উদ্ভাবনী শক্তির অপেক্ষায় মালিক পক্ষ তাকে কখনোই কিছু বলে না। হয়তো কোন একদিন উলঙ্গ হয়ে অফিসে আসবে, কিংবা ট্রাফিক কন্ট্রোল করতে বের হবে, সেদিন সবার টনক নড়বে!

কিন্তু উনার এই অবস্থা হলো কেনো?
কাজের চাপে, ডিয়ার। বছরের পর বছর ১৪ ঘন্টা করে দৈনিক অফিস করেছে, সে তুলনায় প্রমোশন বা ইনক্রিমেন্ট কিছুই পায়নি। এক সময় এই হতাশা থেকেই সে উদ্ভট আচরণ শুরু করে।

তুমি রেইফেল সাহেব কে মেইল করে জানাও এই অবস্থা। এরকম একটা পাগল কে অফিসে কিভাবে রেখেছ তোমরা? কোনদিন হয়তো রেগে গেলে পেপারওয়েট ছুড়ে মারবে কারও মাথায়, টাকিলা জলিল ভাই এর মত।

হাহাহা, তোমার মনে আছে সেই গল্প?
কিভাবে ভুলি! "কে আমার কলম চুরি করেছে?" বলতে বলতে হঠাত ছুড়ে মেরেছিল পেপারওয়েটটি, তার সহকর্মীর দিকে। সহকর্মী স্টিলের প্লেট কে ক্যাপ্টেন এমেরিকার ঢালের মত ব্যবহার করে নিজের খুলি বাঁচিয়েছিল!

হাহা, না। রাশেদ এরকম না।
তোমার বন্ধু রাশেদ, তাই এ কথা বলছো। তোমরা উনার চিকিৎসার ব্যবস্থা কর।

কামাল অন্যমনষ্ক হয়ে গেলো। বিদায় জানিয়ে ফোনটা রেখে দিলো। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো রাশেদ একটা খুবই পুরনো ধাঁচের রয়েল এনফিল্ড বাইকে বসে আছে; তার সামনে কিঞ্চিত ভিত সন্ত্রস্ত পাঠাও ড্রাইভার। জানালা খুলে রাশেদ কে ডাকতে গিয়েও ডাকলো না কামাল।

(চলবে)


No comments: