বলা হয়ে থাকে যে প্রতিদিন পৃথিবীতে যত গান লেখা হয় তার নব্বুই ভাগই প্রেম ভালবাসা সংক্রান্ত। একটা সময় ছিল, যখন প্রেমের গান শোনাকে দূর্বলতা ভাবতাম। কেউ রিচার্ড মার্ক্স কিংবা এলটন জন এর "প্যানপ্যানানি" ভালবাসে জানলে তাকে নিয়ে ঠাট্টা তামাশা করতেও ছাড়তাম না। কিন্তু কিছুদিন পরে টের পেলাম যে মেটালিকা, আইরন মেইডেন ও প্রেম ভালবাসা নিয়ে গান গায়।
মানুষের জীবনে খাওয়া দাওয়া ঘুম যেরকম চিরন্তন সত্য, সেরকম ভালবাসা, প্রেম, যৌনতা, এসব ব্যাপারকেও অগ্রাহ্য করা যায় না, এবং একারণেই বিখ্যাত অনেক গানে এই বিষয়গুলোর অবতারণা করেছেন গায়ক, গীতিকার ও লেখকগণ। প্রিয় কবি রানা ব্যাপারটা কে আরেক ধাপ এগিয়ে নিয়ে বলেছেন, "অশ্লীলতা ছাড়া তো কেউ পয়দাই হইতো না"।
সে যাই হোক, প্রেম ভালবাসা যেমন সত্য, ব্রেকআপ আর স্বপ্নভংগও সেরকমই দৈনন্দিন ঘটনা। সবার জীবনেও কখনো না কখনো এরকম সময় এসেছে। আমি যেদিন জানলাম জুহি চাওলা আমার চেয়ে বয়সে প্রায় ২০ বছরের বড়, সেদিন যেই কষ্টটা লেগেছিল, তা আর বলার নয়...
যাই হোক, আগেও আমার কিছু লেখায় পেট শপ বয়েজ ব্যান্ড এর নাম উল্লেখ করেছি। ওরা আমার খুব প্রিয় কোন ব্যান্ড নয়, কিন্তু কেন জানি তাদের গানের লিরিক্স গুলো খুব ভাল লাগে, হৃদয় ছুঁয়ে যায়।
I Get Along হচ্ছে সেরকমই একটি স্বয়ংসম্পূর্ণ ব্রেকআপ সং। গানটি শুনতে শুনতে গায়কের সাথে আপনি একটা ছোট খাট সিনেমা দেখে ফেলবেন কল্পনায়। গানের মূল উপজীব্য হচ্ছে "আমি বেশ ভালই আছি, তোমাকে ছাড়া"। আশা করি গানটি ভাল লাগবে। ইচ্ছে আছে কোন একদিন নিজে গাওয়ার।
পাঠক/শ্রোতার সুবিধার্থে নিচে লিরিক্স দিয়ে দিলামঃ
Feeling like I'm stuck in a hole
Body and soul
While you're out of control
Now I know why you had to go
Well I think we both know
Why it had to be so
I've been trying not to cry
When I'm in the public eye
Stuck here with the shame
And taking
My share of the blame
While making
Sudden plans that don't include you
Body and soul
While you're out of control
Now I know why you had to go
Well I think we both know
Why it had to be so
I've been trying not to cry
When I'm in the public eye
Stuck here with the shame
And taking
My share of the blame
While making
Sudden plans that don't include you
I get along, get along
Without you very well
I get along very well
Without you very well
I get along very well
Now I know you'd much rather be
With rock royalty
Instead of someone like me
The big boys are back and we need them, you said
Think it was something you'd read
And it stuck in your head
Even though I don't suppose
That's as far as it goes
You've go quite an appetite
For being wronged and in the right
Well from now on it won't affect me
With rock royalty
Instead of someone like me
The big boys are back and we need them, you said
Think it was something you'd read
And it stuck in your head
Even though I don't suppose
That's as far as it goes
You've go quite an appetite
For being wronged and in the right
Well from now on it won't affect me
I get along, get along
Without you very well
I get along very well
Without you very well
I get along very well
No comments:
Post a Comment