উনার নাম স্যার জোরাহ মরমন্ট। উনি সুপ্রসিদ্ধ ইংরেজী ধারাবাহিক "গেম অফ থ্রোন্স"এর একজন গুরুত্তপুর্ণ চরিত্র। সিংহাসন দখলের খেলায় ভরপুর এই সিরিজে অসংখ্য রাজা বাদশাহর ছড়াছড়ি। তাদের নামের সাথে "ড্রাগনমাতা", "এক চোখা বৃক্ষ" ইত্যাদি সব চটকদার টাইটেল। রাজাদের মদ্ধ্যে "উত্তরের রাজা", "সাদা হাটিয়ে দের সর্দার" প্রমুখ উল্লেখযোগ্য।
কিন্তু সবাইকে ছাড়িয়ে গিয়েছেন শ্রদ্ধেয় জোরা মরমন্ট। উনি উনার ক্রাশ দের সাথে বন্ধুত্তপুর্ণ সম্পর্ক স্থাপনে পারদর্শিতার কারনে "King of friendzone" নামে পরিচিত।
উনার এই মহামুল্যবান টাইটেলটি ছিনিয়ে নেয়ার জন্য পুরো ওয়েস্টারোস এ একটিও জীবিত আত্মা পাওয়া যায়নি এ পর্যন্ত!
বন্ধু জোনের রাজার জয় হোক।
No comments:
Post a Comment