একবার এক দেশে প্লেগ ছড়িয়ে পড়লো। সেরকম মড়ক এর আগে কেউ কখনো দেখে নাই। একে একে মারা পড়তে লাগলো সবাই। এতই দ্রুত প্রাণহানী হচ্ছিল যে অনেকে তাদের ফেসবুকে "রিমেম্বারিং" লাগানোর মত মানুষ ও পেল না।
এই অবস্থায় একজন স্ট্যাটাস দিল "আমার কেন এখনো প্লেগ হল না? সৃষ্টিকর্তা কি আমাকে ভালবাসে না? কেন আমি এখনো মরলাম না?"
দিন গিয়ে মাস হল, মাস গিয়ে নতুন বছর এল, একে একে সবাই মরে গেল, কিন্তু বেচে রইল আবালটি।
তার মনে একটাই ভাবনা, আমি কি আশির্বাদপুষ্ট না অভিশপ্ত?
No comments:
Post a Comment