Wednesday, August 21, 2019

জল পানি

জগ থেকে গ্লাসে পানি ঢালছে ও।
অবাক হয়ে অমল লক্ষ্য করলো যে জল আর পানি আসলে একই জিনিস।
একটু পরে গ্লাস পূর্ণ হয়ে গড়িয়ে পড়তে থাকলো জল ; কিন্তু চিন্তা নেই। গ্লাসের নিচেই কাসার প্লেট। প্লেটে জমতে থাকলো পানি।
আলেয়ার হাতে জগ, সে জানালা দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে বাইরে--দেখছে মেঘদলের সূর্য কে ঢেকে দেয়ার গল্প। কালো কালো মেঘ, কদাচ ভালো খবর বয়ে আনে।
একটু পরে প্লেট থেকে গড়িয়ে জলে ভেসে যেতে লাগলো মেঝে। পানির মৃদু স্রোত গড়িয়ে গড়িয়ে দরজার কাছাকাছি চলে যাওয়ার ঠিক আগে দিয়ে অর্ধছেড়া, ময়লা ত্যানা দিয়ে সে পুরো মেঝেটা মুছে ফেল্লো। জগেও আর পানি নেই। আলেয়া তখনো প্রস্তরীভূত অবস্থায়।
অমল ভাবলো, "আহা, এভাবে যদি মানুষের দুঃখ কষ্ট আর ক্লেশ কেও মুছে ফেলা যেত ময়লা ত্যানা দিয়ে!"